Logo
Logo
×

যুগান্তরের বিশেষ আয়োজন

সাক্ষাৎকার

শাহ্জালাল ইসলামী ব্যাংকে আমানত বৃদ্ধি পাচ্ছে

মোসলেহ্ উদ্দীন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শাহ্জালাল ইসলামী ব্যাংকে আমানত বৃদ্ধি পাচ্ছে

মোসলেহ্ উদ্দীন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

গ্রাহক আমানতের নিরাপত্তার জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক সব সময় সুশাসন, দেশীয় ও আন্তর্জাতিক উত্তম চর্চার অনুসরণ ও সব ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নীতি যথাযথভাবে অনুসরণ করে আসছে। এ ছাড়া ব্যাংকটির পরিচালনা পর্ষদ দেশের স্বনামধন্য উদ্যোক্তা, শীর্ষ ব্যবসায়ী, দক্ষ ও স্বাধীন পরিচালকদের সমন্বয়ে গঠিত, যারা প্রতিনিয়ত দক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাজ পর্যবেক্ষণ ও যথাযথ নীতি প্রণয়নের মাধ্যমে গ্রাহকের স্বার্থ সংরক্ষণে সবসময় সচেষ্ট। ব্যাংকের স্থিতিশীল আর্থিক অবস্থা, দক্ষ কর্মী বাহিনী ও সুশাসনের সুনাম থাকায় অন্যান্য ব্যাংকগুলোর তুলনায় আমানতে মুনাফার হার কম হওয়া সত্তে¡ও এ ব্যাংকে প্রতিনিয়ত আমানত বৃদ্ধি পাচ্ছে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের নানা কার্যক্রম নিয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ।

যুগান্তর : আমানত বাড়ানোর জন্য আপনাদের কি উদ্যোগ নিচ্ছেন?

মোসলেহ্ উদ্দীন আহমেদ : বর্তমানে দেশের শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর মধ্যে বিভিন্ন সূচকে সবচেয়ে শক্তিশালী ও স্থিতিশীল ব্যাংক হিসাবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ইতোমধ্যে আর্থিক খাতে প্রতিষ্ঠা পেয়েছে। ব্যাংক সারা দেশব্যাপী বিস্তৃত ব্যাংকের শাখা ও এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ ছাড়া ভবিষ্যৎমুখী ব্যাংকিং ব্যবস্থার উপযোগী কাঠামো হিসাবে সর্বাধুনিক ইন্টারনেট ও অ্যাপসভিত্তিক ব্যাংকিং পরিষেবা চালু করেছে, যার মাধ্যমে গ্রাহক দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই সব ধরনের ব্যাংকিং সম্পন্ন করতে পারেন। ব্যাংকের স্থিতিশীল আর্থিক অবস্থা, দক্ষ কর্মী বাহিনী ও সুশাসনের সুনাম থাকায় অন্যান্য ব্যাংকগুলোর তুলনায় আমানতে মুনাফার হার কম হওয়া সত্ত্বেও শাহ্জালাল ইসলামী ব্যাংকে প্রতিনিয়ত আমানত বৃদ্ধি পাচ্ছে।

যুগান্তর : দুর্বল ব্যাংকগুলো ১২ শতাংশে সুদেও আমানত নিচ্ছে। এতে কি বাজারে অস্থিরতা দেখা দিবে?

মোসলেহ্ উদ্দীন আহমেদ : কেবল উচ্চ মুনাফা অফার করে প্রচুর আমানত সংগ্রহ এখন যে কোনো সময়ের চেয়ে একটু কঠিন। গ্রাহকরা এখন আগের তুলনায় অনেক সচেতন। আমানত সঞ্চয়ের সময় ব্যাংক নির্বাচনের ক্ষেত্রে গত বেশ কিছুদিনের অভিজ্ঞতায় গ্রাহকরা এখন বুঝতে সক্ষম হয়েছেন, কেবল উচ্চ সুদের বা মুনাফার আশায় কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আমানত জমা করলে তা সুরক্ষিত নাও থাকতে পারে। সেই জন্য গ্রাহক এখন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর অন্যান্য সূচককেও বিবেচনায় নেওয়া শুরু করেছে। যে কারণে দুর্বল ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলোর উচ্চ মুনাফায় আমানত সংগ্রহের ক্ষেত্রে এ মুহূর্তে আর্থিক বাজারে অস্থিরতার সম্ভাবনা কম।

এছাড়া সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এসডিএফ (স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি) রেইট পঞ্চাশ বেসিজ পয়েন্ট কমিয়ে ৮ শতাংশে নামিয়ে এনেছে। এর ফলে বাজারে সুদ বা মুনাফার হার আর বৃদ্ধি না পাওয়ার ইঙ্গিত পাওয়া যায়।

যুগান্তর : আমানতকারীদের অর্থের নিরাপত্তায় আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন?

মোসলেহ্ উদ্দীন আহমেদ : গ্রাহক আমানতের নিরাপত্তার জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক সব সময় সুশাসন, দেশীয় ও আন্তর্জাতিক উত্তম চর্চার অনুসরণ ও সব ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নীতি যথাযথভাবে অনুসরণ করে আসছে। এছাড়া শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ দেশের স্বনামধন্য উদ্যোক্তা, শীর্ষ ব্যবসায়ী, দক্ষ ও স্বাধীন পরিচালকদের সমন্বয়ে গঠিত, যারা প্রতিনিয়ত দক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাজ পর্যবেক্ষণ ও যথাযথ নীতি প্রণয়নের মাধ্যমে গ্রাহকের স্বার্থ সংরক্ষণে সবসময় সচেষ্ট।

এছাড়া শাহ্জালাল ইসলামী ব্যাংক ঝুঁকিবিহীন সরকারের সিকিউরিটিজ বাংলাদেশ গভর্মেন্ট ইসলামিক ইনভেস্টমেন্ট সুকুকে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করেছে এবং রেগুলেটর কর্তৃক নির্ধারিত ৫ দশমিক ৫ শতাংশ স্থলে ১১ শতাংশ এসএলআর সংরক্ষণ করে ও ব্যাংকের বর্তমান বিনিয়োগ-আমানত অনুপাত (আইডিআর রেশিও) মাত্র ৮০ শতাংশ, যা সার্বিকভাবে আমানতকারীদের অর্থের নিরাপত্তার নির্দেশক।

যুগান্তর : বাজারে অনেক ব্যাংক রয়েছে এর মধ্যে গ্রাহক কেন আপনার ব্যাংকে অর্থ আমানত রাখবে? অন্য ব্যাংক থেকে আপনার ব্যাংককে কি কারণে আলাদাভাবে বিবেচনা করবে?

মোসলেহ্ উদ্দীন আহমেদ : শাহ্জালাল ইসলামী ব্যাংকের রয়েছে ইসলামী ব্যাংকিং নীতিমালার প্রতি অনুগত দেশের প্রথিতযশা ব্যবসায়ী, উদ্যোক্তা ও শীর্ষ পেশাজীবী স্বাধীন পরিচালকদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ, ইসলামিক অর্থায়নে দক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, আধুনিক প্রযুক্তি ও ব্যাংকিং জ্ঞান সম্পন্ন একদল কর্মী বাহিনী। সেই সঙ্গে ব্যাংকটিতে রয়েছে অন্যান্য ইসলামী ব্যাংকগুলোর তুলনায় উত্তম সুশাসন চর্চা, প্রতিনিয়ত পরিবর্তিত বিশ্বব্যবস্থার সঙ্গে তাল মিলানো ইসলামী ব্যাংকিং ব্যবস্থার অনুকূলে একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম, যা শাহ্জালাল ইসলামী ব্যাংককে ইন্ডাস্ট্রিতে সাধারণ ব্যাংকগুলোর মধ্যে সমহিমায় পৃথকভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এছাড়া ব্যাংকিংয়ের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক গত কয়েক বছর ধরে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়ে আসছে (বাংলাদেশ ব্যাংক কর্তৃক সাসটেইনেবল রেটিং ২০২৪ এ শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হওয়া, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) কর্তৃক বেস্ট প্রেজেন্টেড বার্ষিক প্রতিবেদনের জন্য পরপর চার বছর স্বর্ণপদক অর্জন, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) কর্তৃক বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড পরপর চার বছর স্বর্ণপদক অর্জন ও ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) কর্তৃক ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্নেন্স এক্সিলেন্সের জন্য ২০২১ ২০২২ এবং ২০২৩ সালে স্বর্ণপদক অর্জন এবং আন্তর্জাতিক অঙ্গনে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (এসএ এফএ) কর্তৃক পরপর তিন বছর পুরস্কার প্রাপ্তি যা ব্যাংকের প্রাতিষ্ঠানিক সুশাসন ও টেকসই ব্যাংকিং প্রতিশ্রুতির স্বীকৃতি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম