Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বিপজ্জনক লিঙ্ক শনাক্তে গুগলের এআই ফিচার

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫০ পিএম

বিপজ্জনক লিঙ্ক শনাক্তে গুগলের এআই ফিচার

ছবি: সংগৃহীত

ইন্টারনেট ব্যবহারকারীদের সুরক্ষায় গুগল নিয়ে আসছে নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচার। এই প্রযুক্তি কোনো ওয়েবসাইট বা লিঙ্কে প্রবেশের আগেই জানিয়ে দেবে সেটি নিরাপদ কি না।

বর্তমানে হ্যাকাররা ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণা করছে। এতে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে সর্বস্বান্ত হচ্ছেন। গুগলের নতুন এআই ফিচার ম্যালওয়ার ফাইল ও বিপজ্জনক লিঙ্ক শনাক্ত করে ব্যবহারকারীদের সতর্ক করবে।

গুগল ইতোমধ্যেই তাদের বিভিন্ন অ্যাপ ও পরিষেবায় এআই ব্যবহার করছে। তবে এবার সাইবার অপরাধীদের ঠেকাতে এআই ব্যবহারের পরিকল্পনা করেছে।

সাইবার প্রতারণার পরিমাণ বাড়তে থাকায় গুগল এ উদ্যোগ নিচ্ছে। এআই প্রযুক্তির সাহায্যে সাধারণ ব্যবহারকারীরা নিরাপদে ব্রাউজ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

গুগল এআই ফিচার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম