Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বাজারে আসছে স্মার্ট বৈদ্যুতিক মোটরসাইকেল

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৩ এএম

বাজারে আসছে স্মার্ট বৈদ্যুতিক মোটরসাইকেল

ছবি: সংগৃহীত।

বৈদ্যুতিক মোটরসাইকেলের যুগে পা রাখতে স্মার্ট ফিচার সমৃদ্ধ নতুন মডেল আনতে যাচ্ছে রয়্যাল এনফিল্ড। কোয়ালকমের সঙ্গে চুক্তি করে নির্মাণাধীন মোটরসাইকেলে যুক্ত করা হচ্ছে স্মার্টফোনের মতো রিয়েলটাইম কানেক্টিভিটি। 

নতুন মডেলগুলোতে থাকছে কিউডব্লিউএম২২৯০ প্রসেসর, যা স্ন্যাপড্রাগন কার টু ক্লাউড প্ল্যাটফর্মের মাধ্যমে স্মার্ট কানেক্টিভিটি ফিচার সরবরাহ করবে। রয়্যাল এনফিল্ড নিজেই মোটরসাইকেলের ডিজাইন ও হার্ডওয়্যার তৈরি করলেও কোয়ালকমের বিশেষজ্ঞ দল ফিচার ডিজাইন করছে। 

উন্নত টিএফটি স্ক্রিনে রাইডিং সম্পর্কিত সব ডাটা দেখা যাবে। ৪জি, ব্লু-টুথ এবং ওয়াইফাই কানেক্টিভিটির মাধ্যমে মোবাইল ফোন দিয়ে মোটরসাইকেল লক বা আনলক করা যাবে। ভয়েস অ্যাসিস্ট্যান্টসহ থাকছে পাঁচটি প্রি-সেট রাইডিং মোড, যা রাস্তার পরিস্থিতি অনুযায়ী কাস্টমাইজ করা যাবে। রয়্যাল এনফিল্ড ফ্লি ব্র্যান্ডের অধীনে লঞ্চ হতে যাচ্ছে দুটি মডেল-এফএফ-সি৬ স্ক্যাম্বলার এবং এফএফ-এস৬ ইলেকট্রিক রেট্রো।

এ মডেলগুলো ২০২৬ সালে বাজারে আসার কথা। ভারত ছাড়াও ইউরোপ, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড এবং ব্রাজিলের বাজারেও এগুলো পাওয়া যাবে। অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে মোটরসাইকেল চালকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা নিয়ে আসতে প্রস্তুত রয়্যাল এনফিল্ড।

বৈদ্যুতিক মোটরসাইকেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম