মাহারাত মডেল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি
‘ইসলামী শিক্ষার মাধ্যমে নতুন বাংলাদেশ উপহার দেয়া সম্ভব’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ পিএম
উত্তরায় ফ্যান্টাসি আইল্যান্ডে মাহারাত মডেল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শামসুল আলম। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামী শিক্ষার মাধ্যমে নতুন বাংলাদেশ উপহার দেয়া সম্ভব বলে মন্তব্য করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শামসুল আলম।
তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যাবলি পরিচালনা করা শিক্ষা কার্যক্রমের একটি অত্যাবাশ্যকীয় অনুষঙ্গ। ইসলামী শিক্ষার মাধ্যমে যে সৎ নাগরিক তৈরি হচ্ছে তাদের মাধ্যমেই নতুন বাংলাদেশ উপহার দেয়া সম্ভব।
বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় ফ্যান্টাসি আইল্যান্ডে মাহারাত মডেল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রফেসর ড. শামসুল আলম বলেন, সৎ নাগরিক তৈরির কাজটি মাহারাত মাদ্রাসা সফলভাবে সম্পন্ন করে যাচ্ছে বলে আমার মনে হয়েছে।
মাহারাত মডেল মাদ্রাসার পরিচালনা কমিটির চেয়ারম্যান ড. মো. নুরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন, সাউথইসট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ মো. ফাখরুদ্দিন চৌধুরী এবং শায়খ মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ আযহারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ আলিমুজ্জামান আল-মাদানী।
অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকংখীসহ প্রায় ৯০০ ডেলিগেট উপস্থিত ছিলেন।
প্রধান আলোচক বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য একদল আল্লাহভীরু দেশপ্রেমিক নাগরিক গঠন করা প্রয়োজন। মাদ্রাসা শিক্ষা সে ধরণের নাগরিক গঠনে কাজ করছে। তাই, এ শিক্ষার সম্প্রসারণে সরকার আরো বেশি সচেষ্ট হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
