Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

ফেসবুক-ইনস্টাগ্রামে ‘ম্যাস সেন্সরশিপ’র নেপথ্যে ইসরাইল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ পিএম

ফেসবুক-ইনস্টাগ্রামে ‘ম্যাস সেন্সরশিপ’র নেপথ্যে ইসরাইল

গাজার বিরুদ্ধে ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের হামলার শুরুর পর মেটার ‘ম্যাস সেন্সরশিপ অপারেশন’র নেপথ্যে ইসরাইল ছিল বলে এক প্রতিবেদনে জানা গেছে। এতে বলা হয়েছে, ফেসবুকের মূল কোম্পানি মেটা ইসরাইলের সমালোচনামূলক বা অস্পষ্টভাবে ফিলিস্তিনিদের সমর্থনকারী ফেসবুক এবং ইনস্টাগ্রামের পোস্টের বিরুদ্ধে ‘ব্যাপক দমন’ অভিযান চালানো হয়েছে। ড্রপ সাইট অনলাইন নিউজ আউটলেটের উদ্ধৃতি দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। 

কোম্পানির অভ্যন্তরীণ ডেটা এবং হুইসেল ব্লোয়ারদের উদ্ধৃতি দিয়ে, ড্রপ সাইট জানিয়েছে যে, মেটা ইসরাইলি সরকারের জমা দেওয়া পোস্ট সরানোর অনুরোধের ৯৪ শতাংশ মেনে চলে এবং গড়ে ৩০ সেকেন্ডের মধ্যে ইসরাইলের এ অনুরোধ মেনে চলতে ৯০ হাজারেরও বেশি পোস্ট সরিয়ে ফেলে।

ড্রপ সাইট জানিয়েছে, মেটার স্বয়ংক্রিয় এ পদক্ষেপের ফলে ২০২৩ সালের শেষের দিক থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রামজুড়ে আনুমানিক ৩৮.৮ মিলিয়ন অতিরিক্ত পোস্টের বিরুদ্ধে ‘ব্যবস্থা নেওয়া হয়েছে’।

ফাঁস হওয়া নথিতে জানা গেছে, ইসরাইলের পোস্ট সরিয়ে ফেলার এসব অনুরোধের মূল লক্ষ্য হচ্ছে আরব এবং মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর ব্যবহারকারী। তারাই মূলত এমন সেন্সরশিপের আওতায় পড়েছেন। 

বিশ্বব্যাপী পোস্ট সরানোর অনুরোধের সবচেয়ে বড় উদ্যোক্তা হলো ইসরাইল, এবং মেটাও একই পদ্ধতি অনুসরণ করেছে। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা পোস্টের আওতা প্রসারিত করেছে এবং আধুনিক ইতিহাসের সবচেয়ে গণ-সেন্সরশিপ অভিযান চালানো হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে। 

গাজা ম্যাস সেন্সরশিপ ইনস্টাগ্রাম ফেসবুক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম