Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ভয়েস রেকর্ডিংয়ের নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০১:৫৯ পিএম

ভয়েস রেকর্ডিংয়ের নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপ তাদের আসন্ন আপডেটে ভয়েস রেকর্ডিংয়ের বৈশিষ্ট্য পরিবর্তন করছে। যার ফলে ব্যবহারকারীরা মাত্র এক ট্যাপেই ভয়েস বার্তা রেকর্ড করতে পারবে। 

ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, কিছু বেটা পরীক্ষক যারা টেস্টফ্লাইট অ্যাপের আইওএস২৫.১৩.১০.৭০- এর জন্য সর্বশেষ হোয়াটসঅ্যাপ বিটা আপডেট ডাউনলোড করেছেন, তারা এখন ভয়েস বার্তা রেকর্ড করার একটি নতুন উপায় নিয়ে পরীক্ষা করতে পারেন। 

বর্তমানে, জনপ্রিয় মেটা-মালিকানাধীন হোয়াটসঅ্যাপে ভয়েস বার্তা পাঠানোর দুটি উপায় রয়েছে। প্রথম পদ্ধতিতে চ্যাটের মধ্যে মাইক্রোফোন বোতাম টিপে ধরে রাখা হয়।  এরপর ভয়েস বার্তাটি কমপক্ষে এক সেকেন্ডের জন্য রেকর্ড করা থাকলে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হয়।

দ্বিতীয় পদ্ধতিটি দীর্ঘ রেকর্ডিংয়ের জন্য ডিজাইন করা হয়েছে যেখানে ব্যবহারকারীরা মাইক্রোফোন বোতাম টিপতে পারেন এবং তারপরে একটি লক মোড সক্রিয় করতে তাদের আঙুল উপরের দিকে স্লাইড করতে পারেন। এই বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের পুরো সময় বোতামটি ধরে না রেখেই কথা বলা চালিয়ে যেতে সাহায্য করে।

সর্বশেষ আপডেটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ এই দুটি পদ্ধতিকে একীভূত করেছে, যার ফলে ব্যবহারকারীরা কেবল একটি ট্যাপ দিয়েই ভয়েস রেকর্ডিং শুরু করতে পারবেন।

তথ্যসূত্র: জিও নিউজ

ভয়েস রেকর্ডিং হোয়াটসঅ্যাপ

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম