Logo
Logo
×

জামায়াত

ক্ষমতায় গেলে ৩ প্রতিজ্ঞা জামায়াতের, জানালেন আমির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম

ক্ষমতায় গেলে ৩ প্রতিজ্ঞা জামায়াতের, জানালেন আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাউকে দাবি আদায়ের জন্য কর্মস্থল ছেড়ে রাস্তায় এক মিনিটের জন্য দাঁড়াতে হবে না। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা, সেটা তার হাতে তুলে দেওয়া হবে।

শনিবার রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) আয়োজিত বার্ষিক অধিবেশন-২০২৫ এ প্রধান অতিথি ছিলেন জামায়াত আমির।

ক্ষমতায় গেলে নিজেরা কী কী করবেন, তার মধ্যে তিনটি মৌলিক প্রতিজ্ঞার কথা জানান জামায়াত আমির। তিনি বলেন, ‘প্রথমে আমরা এই ভঙ্গুর শিক্ষাব্যবস্থা রাখব না। যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতার সৃষ্টি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, মানুষকে একটা ইতর প্রাণী বানায়, আমরা ওই শিক্ষা দেব না। যে শিক্ষাটা মানুষকে সম্মান করতে শেখায়, সেই শিক্ষাটাই আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দেব।’

বৈশ্বিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার মহামিলন হবে জানিয়ে শফিকুর বলেন, ‘ছেলে অথবা মেয়ে শিক্ষার পাট চুকিয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে। হয়, সে উদ্যোক্তা হবে, না হয়, সার্ভিসের যে কোনো কাজ পেয়ে যাবে। সে বেকার থাকবে না। দ্বিতীয়ত ক্ষমতায় গেলে জামায়াত ঘুস, দুর্নীতি নির্মূল করবে।’

এ সময় তিনি আরও জানান, জামায়াত প্রতিটি সেক্টরের কাজের সঙ্গে বেতনের সমন্বয় করবে। 

এফডিইবির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- এফডিইবির কেন্দ্রীয় উপদেষ্টা ও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, সাইফুল আলম মিলন, এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম