ঢাকা-১৫ আসন
জামায়াত আমিরের মনোনয়নপত্র জমা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জামায়াতে আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা দেন।
ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে এসব মনোনয়নপত্র হস্তান্তর করা হয়।
এ সময় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জানান, জোটগতভাবে নির্বাচন করা হলেও প্রতিটি শরিক দল নিজস্ব প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকবে। তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১০টি রাজনৈতিক দল আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিচ্ছে এবং খুব শিগগিরই আরও একটি দল এই জোটে যুক্ত হতে পারে।
পাশাপাশি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কমিশনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

