Logo
Logo
×

রাজনীতি

জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত আমির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৩:১৩ পিএম

জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: যুগান্তর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাবে।

বুধবার (২৮ মে) সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ৯টায় কারামুক্ত হন এটিএম আজহার। দলের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এটিএম আজহারকে ‘মজলুম নেতা’ উল্লেখ করে তিনি যেন দায়িত্ব অব্যাহত রাখতে পারেন, সে জন্য সবার দোয়া কামনা করেন জামায়াত আমির। 

তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত চেষ্টায় স্বৈরাচারের পতন হয়েছে। এতে কারও একার কৃতিত্ব নেই।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ, মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও ড. শফিকুল শফিকুল ইসলাম মাসুদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

ডা. শফিকুর রহমান ডা. সৈয়দ আবদুল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম