Logo
Logo
×

জামায়াত

এনসিপির জোট নিয়ে কী ভাবছে জামায়াত?

যোবায়ের আহসান জাবের

যোবায়ের আহসান জাবের

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১১:০৪ পিএম

এনসিপির জোট নিয়ে কী ভাবছে জামায়াত?

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ফাইল ছবি

শেখ হাসিনার পতনে ভূমিকা পালনকারী ছাত্রদের নেতৃত্বে গড়া নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে নির্বাচনী জোট হতে পারে কি না তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। 


এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যুগান্তরকে বলেন, ‘আমরা ৪টি বিষয়ে কনফিডেন্ট
স্বাধীনতা সার্বভৌমত্ব, টেকসই গণতন্ত্র, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই চারটি বিষয়ে যারা ঐকমত্য পোষণ করবে তাদের সবার সঙ্গে সমঝোতা হতে পারে।’


জামায়াতের নায়েবে আমির বলেন, এই চারটি পয়েন্টে কোনো দলের দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। জামায়াতে ইসলামী বৃহৎ আকারে চিন্তা করে। দেশের স্বার্থেও বৃহৎ আকারে অনেক কিছু চিন্তা করে। 

সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে  ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন, ‘সব দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আস্থার কথা পুনর্ব্যক্ত করেছে। উনার (ড. ইউনূস) নেতৃত্বেই একটি সফল সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এটা চেয়েছি।  নির্বাচনের তারিখের বিষয়ে বলেছি, জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। তাহলে মে ও জুন বাদ দিলে ডিসেম্বর থেকে এপ্রিল। এর মাঝে একটি রোজা আছে। এর ভেতরেই একটা তারিখ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি। ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে একটি সুবিধামতো সময়ে প্রধান উপদেষ্টা তারিখ দিলেই জনমনে যে শঙ্কা ও অস্বস্তি আছে, তা কেটে যাবে।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো নির্বাচনি প্রস্তুতির জন্য প্রচারণায় মনোযোগী হবে। প্রবাসীদের ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার পাশাপাশি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমতল করা) অনেক আগে থেকে তৈরি করতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম