Logo
Logo
×

শেষ পাতা

জাতিকে মুক্তির স্বাদ এনে দিয়েছে যুবসমাজ: ডা. শফিকুর রহমান

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতিকে মুক্তির স্বাদ এনে দিয়েছে যুবসমাজ: ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের কোনো নাগরিককে দাবি করে অধিকার আদায় করতে হবে না। যোগ্যতার ভিত্তিতে ঘরে ঘরে অধিকার পৌঁছে দেওয়া হবে। সোমবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, গণতন্ত্র ও উন্নয়নের বুলি আউড়িয়ে মানবতা কেড়ে নেওয়া হয়েছিল। গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। দেশের টাকা চুরি করা হয়েছে। সাড়ে ১৫ বছর তিলে তিলে জালিমের যাঁতাকলে আমরা পিষ্ট হয়েছি, প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি। কিন্তু ফ্যাসিবাদকে আমরা বিদায় করতে পারিনি। তবে, ফ্যাসিবাদের বিদায়ের ভিতটা আমরা রচনা করে দিয়েছিলাম। ২০২৪ সালে আবু সাঈদ নতুন বাংলাদেশের জন্ম দিয়েছেন। তিনি আমাদের অহংকার, বীর। তরুণদের নেতৃত্বেই দেশে পরিবর্তন এসেছে। যুবসমাজ বুক পেতে গুলি নিয়ে জাতিকে মুক্তির স্বাদ এনে দিয়েছে। আগামীতে বাংলাদেশ বির্নিমাণে তারা বিরোচিত ভূমিকা পালন করবে। আমরা বিশৃঙ্খল বাংলাদেশ চাই না।

বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমির এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রবাসীদের অবশ্যই ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম