ঐক্য ছাড়া বিজয় হাতছাড়া হয়ে যাবে: জামায়াতের নায়েবে আমির
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৯:০৪ পিএম
অধ্যাপক মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জুলাইয়ে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে অর্জিত বিজয় হাতছাড়া হয়ে যাবে যদি এ দেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ না হয়। নতুন বাংলাদেশের প্রত্যাশা- ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করছে।
জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে শুক্রবার নগরীর একটি মিলনায়তনে থানা শূরা সদস্য শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী সভাপতিত্ব করেন।
জামায়াতের নায়েবে আমির বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে এদেশের ৫৪ বছরের ইতিহাস, গণতন্ত্র হত্যার ইতিহাস, অন্যায় জুলুমের ইতিহাস। এদেশের মানুষ আর জুলুমবাজ কোনো সরকার দেখতে চায় না। আর কোনো ডামি নির্বাচন দেখতে চায় না। স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের বুকে কলঙ্কিত করেছে।
তিনি বলেন, ফিলিস্তিনে অন্যায়ভাবে ইসরাইল গণহত্যা চালাচ্ছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাইলকে প্রতিরোধ করতে হবে। শান্তিপ্রিয় বিশ্ববাসীকে ইহুদিদের পণ্য বর্জন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মাটিতে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। একামাতে দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, টিম সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর আবুল হাশেম।
রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, মহানগর জামায়াতের শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট, প্রশিক্ষণ সেক্রেটারি ও জামায়াত মনোনীত পবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ নুরুজ্জামান।
