ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিল জামায়াত-এনসিপি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৫:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার দুপুরে
জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধিদল মহাসমাবেশে যোগ দেন। দলটির নায়েবে আমির
অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল
মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিমসহ জামায়াতের ৫ জন কেন্দ্রীয় নেতা উপস্থিত
হন।
আর জাতীয় নাগরিক
পার্টির (এনসিপি) সদস্যসচিব আকতার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদলও
মহাসমাবেশে যোগ দিয়েছেন।
প্রয়োজনীয় রাষ্ট্র
সংস্কার, অতীতের গণহত্যায় জড়িতদের বিচার ও পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয়
নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ মহাসমাবেশ করছে। এ উপলক্ষ্যে সকাল
থেকেই সমাবেশস্থলে দলটির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। দুপুর ২টা থেকে সমাবেশের মূলপর্ব
শুরু হয়।
এদিকে দুপুর
২টায় মূল অধিবেশন শুরুর কথা থাকলেও সকাল থেকেই সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে
সোহরাওয়ার্দী উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায়। সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে
শুরু হয় মহাসমাবেশের প্রথম পর্ব।
