প্রাথমিক শিক্ষক নিয়োগ
একযোগে ৮ বিভাগের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম
দেশের আট বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।
|
ফলো করুন |
|
|---|---|
দুই ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও দেশের আট বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে আগামী ২ জানুয়ারি।
ওই দিন সকাল ১০টায় পরীক্ষা নেওয়া হবে বলে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটির সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখার অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান জানিয়েছেন।
প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের স্কুলগুলোর ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ পায়। দ্বিতীয় ধাপে গত ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের স্কুলগুলোর ৪ হাজার ১৬৬টি সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।

