Logo
Logo
×

জাতীয়

ইউজিসির দুই পদের পরীক্ষা স্থগিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

ইউজিসির দুই পদের পরীক্ষা স্থগিত

ফাইল ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহকারী পরিচালক/সহকারী সচিব পদে নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এমসিকিউ টাইপের এই নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ, পরিচালক ড. শামসুল আরেফিন শুক্রবার সকালে এ তথ্য জানান।

ইউজিসি জানায়, ১৫ পদে ৭ হাজার ৩৫১ জন প্রার্থী ছিল।

ইউজিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিয়োগ পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দেশে উত্তপ্ত পরিস্থিতিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়। মূলত এই উত্তপ্ত পরিস্থিতির কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম