বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটিতে একাধিক পদে চাকরির সুযোগ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীতে অবস্থিত বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি (বিআইইউ) তাদের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০০৫ সালে প্রতিষ্ঠিত বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষক ছাড়াও প্রশাসনিক কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরী পদে যোগ্য প্রার্থীদের আবেদন আহ্বান করেছে। আগ্রহীরা আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
শিক্ষক নিয়োগ
বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ইংরেজি বিভাগে শিক্ষক নেওয়া হবে।
বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ফিন্যান্স ও অ্যাকাউন্টিং):
এই বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষাজীবনে অন্তত তিনটি প্রথম শ্রেণি বা সমমানের ফলাফল থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৩.৫০-এর নিচে গ্রহণযোগ্য নয়। পিএইচডি বা এমফিল ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
ইংরেজি বিভাগ:
এ বিভাগে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে শিক্ষক নিয়োগ করা হবে। প্রার্থীদের ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষাজীবনে কমপক্ষে দুটি প্রথম শ্রেণি বা সমমানের ফলাফল প্রয়োজন। সিজিপিএ ৩.৫০-এর কম গ্রহণযোগ্য নয়। ইএলটি বা টেসল ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
উভয় বিভাগের প্রার্থীদের গবেষণাপত্র ও প্রকাশনা থাকতে হবে।
প্রশাসনিক ও অন্যান্য পদ
শিক্ষক ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সহায়ক পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
ব্র্যান্ড ম্যানেজার ও জনসংযোগ কর্মকর্তা (PRO):
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে স্নাতক ডিগ্রিধারীরা সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। ইংরেজি ও কম্পিউটার দক্ষতা আবশ্যক। সাংবাদিকতা বা জনসংযোগ বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অ্যাডমিনিস্ট্রেটিভ বা এক্সাম অফিসার:
প্রার্থীকে স্নাতকোত্তর অথবা কামিল পাস হতে হবে এবং ইংরেজি ভাষা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
নিরাপত্তা প্রহরী:
সশস্ত্র বাহিনী, আনসার, ভিডিপি বা পুলিশে কাজের অভিজ্ঞতা থাকলে অষ্টম শ্রেণি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম এসএসসি বা সমমানের যোগ্যতা প্রয়োজন।
বেতন ও সুবিধা
নিয়োগপ্রাপ্তদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং প্রয়োজনীয় সনদের সত্যায়িত অনুলিপি ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ ৩০ ডিসেম্বর।
আবেদনের ঠিকানা:
রেজিস্ট্রার, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি, গ্রিন মডেল টাউন, মান্ডা, মুগদা, ঢাকা–১২১৪।
