Logo
Logo
×

চাকরি

পিএসসির সমন্বিত নন-ক্যাডারে বড় নিয়োগ, পদ ১৮২৫

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১ পিএম

পিএসসির সমন্বিত নন-ক্যাডারে বড় নিয়োগ, পদ ১৮২৫

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীন একাধিক নন-ক্যাডার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৮২ ক্যাটাগরিতে এক হাজার ৮২৫টি পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে অনলাইনে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

উচ্চতর বেতন স্কেলসহ নবম, দশম ও ১২তম গ্রেডের পদ রয়েছে। বিজ্ঞাপিত পদগুলোর মধ্যে অন্যতম শিক্ষা কর্মকর্তা, জুনিয়র ইন্সট্রাক্টর, মেডিকেল অফিসার, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, সহকারী প্রকৌশলী, পরিসংখ্যান কর্মকর্তা, রিসার্চ অফিসার, বিদ্যুৎ পরিদর্শক, সহকারী রেজিস্ট্রার, ডেন্টাল সার্জন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ইত্যাদি।

আবেদন করতে ও নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

নিয়োগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম