Logo
Logo
×

চাকরি

বিসিএসের সিলেবাস যুগোপযোগী করতে পিএসসির নতুন উদ্যোগ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:২১ পিএম

বিসিএসের সিলেবাস যুগোপযোগী করতে পিএসসির নতুন উদ্যোগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, বিসিএস পরীক্ষার সিলেবাস আধুনিক ও সময়োপযোগী করতে কাজ চলছে। আগামী ৪৯তম বিসিএস থেকেই এই নতুন সিলেবাস কার্যকর হবে। এ লক্ষ্যে উন্নত বিশ্বের বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাস সংগ্রহ করা হচ্ছে এবং তা বিশ্লেষণ করে এমন একটি সিলেবাস তৈরি করা হবে, যাতে বাংলাদেশের প্রার্থীরা বৈশ্বিক পরিসরে নিজেদের যোগ্য প্রমাণ করতে সক্ষম হন।

পিএসসি আরও জানায়, কমিশনকে একটি শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিএসসি’র চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। এসময় পিএসসির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ‘ব্যর্থ হলেও তুলে তা তুলে ধরব। বাতিল করার মতো যথেষ্ট প্রমাণ নেই। সিআইডি ঘটনাটি তদন্ত করছে। যদি কেউ শনাক্ত হয়, তাকে বাতিল করা হবে। চাকরি হয়ে গেলেও বহিষ্কৃত হবেন। পুরো পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিইনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালেও পিএসসির কাছে ভেরিফাই করে নেবেন। গুজবে চাপ তৈরি হয়।’

মোবাশ্বের মোনেম বলেন, ‘এক থেকে দেড় বছরের মধ্যে পিএসসি জট কমিয়ে আনবে। আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে জট খোলার অগ্রগতি দেখা যাবে। এ জন্য কোনো পরীক্ষা পেছাতে চাইছি না।’

পিএসসি চেয়ারম্যান, বিজি প্রেসে আর বিসিএসের প্রশ্ন আর ছাপা হচ্ছে না। গত বছরের ৫ আগস্টের আগে ছাপা সব প্রশ্ন নষ্ট করেছি। মডারেশনে ছিল এমন প্রশ্নও নষ্ট ও বাতিল করেছে। মডারেশন বাসায় নয় পিএসসি’র অফিসেই করা হচ্ছে।

পিএসসি বিসিএস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম