Logo
Logo
×

চাকরি

খাদ্য অধিদপ্তরের পরীক্ষার তারিখ ঘোষণা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৮:৫৩ এএম

খাদ্য অধিদপ্তরের পরীক্ষার তারিখ ঘোষণা

খাদ্য অধিদপ্তরের ২৫টি ক্যাটাগরির মধ্যে প্রথম ধাপের ১৪টি কারিগরি পদের নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। মোট এক হাজার ৭৯১টি শূন্য পদে নিয়োগের অংশ হিসেবে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৯ আগস্ট (শুক্রবার) বেলা ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হবে।

সোমবার (২৮ জুলাই) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ২০২৩ সালের ৩১ আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং ২০২৪ সালের ৯ মার্চের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে প্রথম ধাপে কারিগরি পদগুলোর লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে।

পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত ১৪টি পদ হলো- ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেকানিক্যাল ফোরম্যান, অপারেটর, সহকারী ফোরম্যান, মিলরাইট, ল্যাবরেটরি সহকারী, সহকারী অপারেটর, স্টেভেডর সরদার, ভেহিকল মেকানিক, সহকারী মিলরাইট, মিল অপারেটিভ, সাইলো অপারেটিভ, ইলেকট্রিক্যাল ফোরম্যান ও ইলেকট্রিশিয়ান।

আগ্রহী আবেদনকারীদের মঙ্গলবার (২৯ জুলাই) থেকে খাদ্য অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করার অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষার দিন রঙিন কপি প্রিন্ট করে সঙ্গে আনা আবশ্যক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম