Logo
Logo
×

যুগান্তর বর্ষপূর্তি

‘ফ্যাসিবাদের সময়েও যুগান্তর সাহসী ভূমিকা রেখেছে’

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৫ পিএম

‘ফ্যাসিবাদের সময়েও যুগান্তর সাহসী ভূমিকা রেখেছে’

‘ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। সে সময়েও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাহস করে অনেক কথা বলেছে দৈনিক যুগান্তর। বৈষম্যবিরোধী আন্দোলনেও যুগান্তর সাধারণ মানুষের মুখপাত্র হয়েছিল।’ জামালপুরে যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত সভায় এমন কথাই বলেছেন বক্তারা। সাহসিকতার জন্য যুগান্তরকে ধন্যবাদও জানিয়েছেন তারা।

রজত জয়ন্তী উপলক্ষে শনিবার রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। পাশাপাশি যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, ‘কঠিন সময়ে যুগান্তর সাহস করে অনেক কথা বলেছে। কথা বলার চেষ্টা করেছে। আমি বিশ্বাস করি, যুগান্তর তার চরিত্র  অক্ষুন্ন রেখে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে নিজের ভূমিকা অক্ষুন্ন রাখবে। নিরপেক্ষ ও তথ্যবহুল সংবাদ প্রকাশের মধ্য দিয়ে যুগান্তর পাঠকপ্রিয় হয়ে ওঠেছে। জায়গা করে নিয়েছে পাঠকের হৃদয়জুড়ে।’

বিশেষ অতিথির বক্তব্যে বাফুফের সাবেক পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বলেন, ‘আমি যুগান্তরের একজন নিয়মিত পাঠক। ফুটবলের দুঃসময়ের এ পত্রিকায় সব খবর পেয়েছি। কীভাবে ফুটবলের সুদিন ফিরিয়ে আনা যায় তা লিখেছে যুগান্তর।’

জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের জামালপুর প্রতিনিধি প্রভাষক মাহফুজুর রহমান।

এছাড়া জামালপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহছানুজ্জামান রুমেল, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন মিলন, জেলা ট্রাক লরি মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চ্যানেল এস’র পরিচালক আল মামুন অটো, জেলা তাঁতী দলের আহ্বায়ক সাংবাদিক আনিসুর রহমান লুলু, সিনিয়র সাংবাদিক বজলুর রহমান, সাজ্জাদ আনসারী, জাহিদ হাবীব, মোস্তফা মনজু, আনোয়ার হোসেন মিন্টু, কাফি পারভেজ ও সাংবাদিক আনোয়ার হোসেন মুক্তা বক্তব্য রাখেন।

যুগান্তর রজত জয়ন্তী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম