ভাঙ্গায় নানা আয়োজনে যুগান্তরের রজতজয়ন্তী
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের ভাঙ্গায় দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা হল রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে পরে যুগান্তর ভাঙ্গা প্রতিনিধির কার্যালয় গিয়ে শেষ হয়।
কেক কাটা ও আলোচনা সভায় যুগান্তরের ভাঙ্গা প্রতিনিধি হাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার ভূমি মিশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা থানা পুলিশ উপ পরিদর্শক মো. রাকিবুল ইসলাম, সাংবাদিক অজয় দাস, এটিএম ফরহাদ নান্নু, মো. সরোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম মুন্সি, মো. শহিদুল ইসলাম, মো. রবিউল ইসলাম, মো. সানোয়ার হোসেন, মো. আখতার হোসেন, মাহমুদুল হক বাহার, মো. রিপন শেখ, সোহাগ মাতব্বর, ছাঈম মাতুব্বর, আবুবকর সিদ্দিক, আয়নাল শেখসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আশরাফ শেখ এবং নানা গুণীজন অংশ নেন।
এ সময় বক্তারা দৈনিক যুগান্তরের উত্তোরত্তর সাফলতা কামনা করে সভা শেষ করা হয়।
