Logo
Logo
×

যুগান্তর বর্ষপূর্তি

ভৈরবে যুগান্তরের রজতজয়ন্তী পালিত

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৮ পিএম

ভৈরবে যুগান্তরের রজতজয়ন্তী পালিত

ভৈরবে যুগান্তরের রজতজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে ভৈরব প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ভৈরব প্রেস ক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম।  যুগান্তরের ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আল-মামুন, ভৈরব চেম্বারের সহসভাপতি জাহিদুল হক জাভেদ, ইত্তেফাকের প্রতিনিধি তুহিন মোল্লা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, মানবকণ্ঠের প্রতিনিধি আক্তারুজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জুলাই-আগস্টে যুগান্তর ছাত্র-জনতার পক্ষে সাহসী ভূমিকা পালন করেছে। বিগত স্বৈরাচার সরকারের দুর্নীতি, ঘুস ও লুটপাট নিয়ে সত্য উদঘাটন করে যাচ্ছে যুগান্তর। ’

ভৈরব যুগান্তর রজতজয়ন্তী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম