Logo
Logo
×

আইন-বিচার

১১১ তম বারের মতো পেছালো সাগর-রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩ পিএম

১১১ তম বারের মতো পেছালো সাগর-রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১১১তম বারের মতো পেছানো হয়েছে।

আগামী ১৫ অক্টোবর প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত।

সোমবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু এ দিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করে নি। পরে আদালত আবার নতুন দিন ঠিক করেন।

মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আট জন।

২০১২ সালের এগারই ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি ভাড়া বাসায় খুন হন।

সাগর-রুনি হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম