বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
তারেকের মতো তারেক ফুটেছে কমলের সরোবরে, জননী খালেদা তুলে দিলো তাঁকে জনতার অন্তরে।
দেশের শত্রু, জাতির শত্রু ডেকে আনে সন্ধ্যা, চালায় নানান ষড়যন্ত্র দেশকে করতে বন্ধ্যা।
সেই সে জ্বালার বিরুদ্ধে দাঁড়ায় নতুন কালের তারেক, বাংলাদেশের আকাশ থেকে দূর করে উদ্বেগ।
তারেক মানে নতুন পৃথিবী, নতুন সম্ভাবনা, তারেক মানে আগামী দিনের সোনালি আলোর কণা।
তারেক করেছে স্পেন জয়, তারেক করে না ভয়, তারেকের হাতে হবে নিশ্চয় অকল্যাণের ক্ষয়।
তারেকের হাতে জিয়ার নিশান, খালেদার স্নেহমায়া, তারেকের মুখে ফুটে আছে দেখো বাংলাদেশের ছায়া।
লেখক: সম্পাদক, দৈনিক যুগান্তর
