Logo
Logo
×

সাহিত্য

যে গল্প জীবনের চেয়ে বড়

Icon

মো. ইকরাম

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩০ পিএম

যে গল্প জীবনের চেয়ে বড়

‘আসমান’ বইয়ের কাভার

অদ্ভুত রকমের ঘোরের মধ্যে ছিলাম ‘আসমান’ পড়ার পুরোটা সময়। টগবগে তরুণ ওমার তাবলীগে যোগ দেয়; অতঃপর তার বন্ধুর পরামর্শে পাকিস্তানে ইজতেমায় অংশ নেয়। এরপর আফগানিস্তানে সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করে। 

যুদ্ধে সে প্রচণ্ডভাবে আহত হয়ে দীর্ঘদিন পথ চলার শক্তিটাও হারিয়ে ফেলে। সে সময় ওমারের বন্ধু খালিদের বোন আসমা তার সেবা, শুশ্রুষা করে তাকে সুস্থ করে তোলে।

নাইন ইলেভেনের ভয়ংকর সময়ে পারিবারিকভাবে তাদের বিয়ে হলেও তাকদীর তাদের সুখটাকে ক্ষনস্থায়ী করে দেয়। অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে দাঁড়ানোই ওমারের জেহাদে পরিণত হয়। 

মার্কিন সরকার ওমারকে আলকায়দার লোক হিসেবে অভিযুক্ত করে। সে সময় মার্কিন সিআইএ-এর পৈশাচিক নির্যাতনের শিকার হয়। আমেরিকার কুখ্যাত জেল গুয়ানতানামো বেতে বিনা বিচারে বারো বছর জেল খাটে সে।

এ সময় প্রাণপ্রিয় মাকে হারায় ওমার। দীর্ঘ বারো বছর পর এক মার্কিন সেনার সহায়তায় ওমার তার আসমাকে ফিরে পায়। তার সন্তানকে পায়। 

কিন্তু তার নিজের দেশ তাকে নাগরিক হিসেবে অস্বীকৃতি জানায়। দেশহীন মানুষটাকে পৃথিবীর কোন দেশ রাজনৈতিক আশ্রয় দেয় না। 

আমেরিকান আর্মি তাকে ফেলে রেখে যায় আলবেনিয়ায়। রিফিউজির স্ট্যাটাস নিয়েই তাকে বেঁচে থাকতে হয়। 

শেষটুকু পড়তে গিয়ে আবেগ আপ্লুত হলাম চোখের জলে। ভীষন ভালো লেগেছে আমার এই উপন্যাসটি। পুরো উপন্যাস জুড়েই আধ্যাতিকতায় নিমগ্ন ছিলাম। 

একবার মনে হচ্ছিল সিনেমার চিএনাট্য পড়ছি, আরেকবার মনে হলো পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্র দেখছি। এতো সুন্দর করে সেটা উপস্থাপন করেছেন লেখক লতিফুল ইসলাম শিবলী। এক কথায় অনবদ্য। 

অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এর নালন্দা প্যাভিলিয়নে 'আসমান' বইটি পাওয়া যাচ্ছে। মুদ্রিত মূল্য ৩০০ টাকা। 

অনলাইনে বইটি বইবাজার.কম থেকে ও অর্ডার করা যাবে। বিস্তারিত জানতে ক্লিক করুন http://bit.ly/2CK8GDV এই ঠিকানায়। 

আসমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম