Logo
Logo
×

সাহিত্য

মেলায় ফরিদুল ইসলাম নির্জনের উপন্যাস ‘আশ্রয়’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২৭ পিএম

মেলায় ফরিদুল ইসলাম নির্জনের উপন্যাস ‘আশ্রয়’

অমর একুশে গ্রন্থমেলা-১৯ এ প্রকাশিত হয়েছে তরুণ কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জনের উপন্যাস ‘আশ্রয়’।
 
বইটি লেখকের চতুর্থ গ্রন্থ ও দ্বিতীয় উপন্যাস। এ উপন্যাসের মাধ্যমে লেখক একজন নারী অভিভাবকহীন হয়ে পড়লে সমাজে যেভাবে আশ্রয়হীন হয়ে পড়ে গল্পে গল্পে তা পাঠকের সামনে তুলে ধরেছেন।

গল্পের সাবলিল ভাষায় একজন আশ্রয়হীন নারী কীভাবে তার পরিজন দ্বারা শোষিত, বঞ্চিত ও লাঞ্চিত হন তা ফুটিয়ে তুলেছেন।

লেখক পাঠকের মাধ্যমে সমাজের উদ্দেশ্যে বারংবার প্রশ্ন তুলেছেন, নারী তোমার আশ্রয় কোথায়?

উপন্যাসটিতে দেখানে হয়েছে, একজন তালাকপ্রাপ্তা নারীকে সমাজে আশ্রয় গ্রহণে কতোটা যুদ্ধে লিপ্ত হতে হয়।

মালা নামে ধানের চাতালে কাজ করা একজন নারীর বাস্তব গল্পকে চিত্রায়ন করা হয়েছে এখানে।

বইটিতে ভূমিকা লিখতে গিয়ে প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘আশ্রয় উপন্যাসের পটভূমি নারীর বেঁচে থাকার দুস্তর পথের অভিযাত্রা। গ্রামীণ পটভূমিতে রচিত হয়েছে এই উপন্যাস। অনেক বিষয় নিয়ে নির্জনের উপন্যাস সময়ের প্রতিনিধিত্ব করে।'

কথাসাহিত্যিক স্বকৃত নোমান বইটির ভূমিকাতে লিখেছেন, ‘নির্জনের ‘আশ্রয়’ উপন্যাসটি পড়েছি। উনত্রিশ হাজার শব্দ লেখার জন্য যথেষ্ঠ ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধরেই কাহিনির মালা গেঁথেছেন। পাঠক একবার পড়তে শুরু করলে শেষ না করে রাখবে না। বর্তমান সময়ের বিদ্যমান নানা সামাজিক সংকটকে তিনি এই উপন্যাসে ধরতে প্রয়াসী হয়েছেন।'

নিজের উপন্যাস সম্পর্কে ফরিদুল ইসলাম নির্জন বলেন, ‘লেখক হিসেবে আমার কিছু দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে আমার আশ্রয় উপন্যাস। আশা করি সমাজ পরিবর্তনে এই উপন্যাস অনেক সহায়ক হবে।’
       
জাগৃতি প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন খ্যাতিমান প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ। মেলায় ২২৫,২২৬ ও ২২৭ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। এর মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা।

 

আশ্রয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম