Logo
Logo
×

সাহিত্য

পছন্দের শীর্ষে আলাউদ্দিন আদরের নতুন দুটি বই

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৩ পিএম

পছন্দের শীর্ষে আলাউদ্দিন আদরের নতুন দুটি বই

অমর একুশে বই মেলা-২০২০ এ প্রকাশিত হয়েছে  কবি ও কথাশিল্পী আলাউদ্দিন আদরের চতুর্থ বই ‘সময়ের শিলালিপি’ এবং প্রথম শিশুতোষ গল্পের বই ‘রাজকন্য ও ফুলপরী’।

বই দুটো ইতোমধ্যে স্ব-স্ব প্রকাশনীতে সর্বাধিক বিক্রিত বই। পাঠক পছন্দের শীর্ষে রয়েছে বই দুটি।

কুঁড়েঘর প্রকাশনীর বিক্রয় কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার কথাশিল্পী আলাউদ্দিন আদরের ‘সময়ের শিলালিপি’ বইটি স্টক আউট হয়ে গেছে।  

আর দ্বৈতা প্রকাশ থেকে প্রকাশিত শিশুতোষ গল্পের বই রাজকন্যা ও ফুলপরীও শিশুরা সানন্দে কিনছে।

প্রকাশনীটির প্রকাশক সাইদ মাহমুদ জানিয়েছে, বইটির চমৎকার প্রচ্ছদ, শিক্ষণীয় তিনটি গল্পের সাথে রিলেটিভ আর্টের অপূর্ব কম্বিনেশন সম্ভবত শিশুদের বেশি টানছে।

সময়ের শিলালিপি বইটির প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত। ঢাকার জাতীয় গ্রন্থমেলায় কুঁড়েঘর প্রকাশনীর ৪০৫-৪০৬ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। তবে মেলার বাইরে বইটি পাওয়া যাবে রকমারিসহ সব অনলাইন বই বিপণী বিতানে।

আর ‘রাজকন্যা ও ফুলপরী' শিশুতোষ গ্রন্থটির প্রচ্ছদ ও অলংকরণের কাজ করেছে শিল্পী আলমগীর জুয়েল। বইমেলায় শিশু চত্তরের দ্বৈতা প্রকাশের ৭৮২ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত আলোউদ্দিন আদর। প্রথমসারির সব পত্রিকায় নিয়মিত কবিতা,গল্প, ফিচার, ভ্রমণ কাহিনি লিখেছেন।  আলাউদ্দিন এখনো নিয়মিত কবিতা ও গান লিখছেন।

তার লেখা ‘খুশির চাঁদ’ ফেরার গান’ নামের গানগুলো হয়েছে সমাদৃত ও দর্শক-শ্রোতা নন্দিত। লেখালেখির  সঙ্গে জড়িত তরুণদের নিয়ে তার ‘এসো শিখি’ নামে একটি টিমও রয়েছে।

২০১৮ সালে দাঁড়িকমা প্রকাশনী থেকে লেখকের প্রকাশিত হয় প্রথম কবিতার বই ‘নিবন্ধিত নারী’ এবং প্রিয় বাংলা প্রকাশন থেকে প্রকাশিত হয় গবেষণাধর্মী প্রবন্ধের বই ‘সাহিত্যে নোবেল : ভেতর বাহির’ ।

২০১৯ সালে দাঁড়িকমা  থেকে প্রকাশিত হয় স্বল্পদৈর্ঘের কবিতার বই ‘এক টুকরো হৃদয়’।

বই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম