|
ফলো করুন |
|
|---|---|
১. আছনু ধান, হনু খই
দিনে দিনে ব্যান আরকি হই!
২. অকাম করে বেহুদ্দা
ঝামেলা পোয়ায় গুষ্টি সুদ্ধা।
৩. বাপ ভালো তো বেটা ভালো,
মাও ভালো তো ঝি
গাই ভালো তো বাছুর ভালো,
দুধ ভালো তো ঘি।
৪. হামার ভিয়োত বিয়াইছে গাই
সেই সম্পর্কে মামাতো ভাই।
৫. আছে যকন দুইডে পাও
যেটি খুশি সেটি যাও।
৬. হাউ-কাউ করো না জীবন হবি ক্ষয়
আল্লাহ যদি দেয় তো অল্পতিই হয়।
৭. খুলির গোড়ত ইরি ধান, লম্বা লম্বা শীষ
তুমি বন্ধু চলে গেলে খামো হামি বিষ!
৮. চিড়ে কও মুড়ি কও ভাতের লাগান লয়
খালা কও ফুফু কও মায়ের লাগান লয়।
৯. হাউস আলার পাউস নাই
পাউস আলার কোদাল নাই।
১০. আর কী কমো, বারো বছরের ওল
খুন্তি দিয়ে জোরে করে টাইনে তোল!
