Logo
Logo
×

কোভিড-১৯

রাজশাহীতে করোনার উপসর্গে কুরিয়ার সার্ভিস মালিকের মৃত্যু

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২২ জুন ২০২০, ০৩:৪৩ এএম

রাজশাহীতে করোনার উপসর্গে কুরিয়ার সার্ভিস মালিকের মৃত্যু

ফাইল ছবি

করোনার উপসর্গ নিয়ে রাজশাহীতে আহমেদ কুরিয়ার সার্ভিসের মালিক নবুয়াত আলী মারা গেছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। নবুয়াত আলীর বাড়ি রাজশাহী মহানগরীর আলুপট্টি এলাকায়। মৃত্যুর পর হাসপাতালের পক্ষ থেকে বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে।

কোয়ান্টাম ফাউন্ডেশন স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের ব্যবস্থা করবে।

সূত্র জানায়, মৃত্যুর পর নবুয়াত আলীর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার পরই বলা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিনা।

এর আগে রাত ৮টার দিকে রামেক হাসপাতালের আইসিইউতে মতিউর রহমান (৫৬) নামে এক ব্যক্তি মারা যান। তারও করোনার উপসর্গ ছিল। রাজশাহী মহানগরীর পবা নতুনপাড়া এলাকায় তার বাড়ি।

এ ছাড়া সকাল ৯টার দিকে আইজ উদ্দিন (৭২) নামে আরেক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে রামেক হাসপাতালের আইসিইউতে মারা যান। তার বাড়ি রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায়। এই দুজনেরও নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ নিয়ে রামেক হাসপাতালের আইসিইউতে করোনার উপসর্গ নিয়ে একদিনেই তিনজনের মৃত্যু হলো।

করোনা মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম