হাটহাজারীতে দাওয়াতে খায়র ইজতেমা
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মহান আল্লাহ তায়ালার দরবারে অশ্রুসিক্ত নয়নে দুই হাত তুলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির আমিন, আমিন ধ্বনিতে মুখরিত হয়েছে দাওয়াতে খায়র ইজতেমা ময়দান। শুক্রবার রাতে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় ময়দানে মোনাজাতের মধ্য দিয়ে দাওয়াতে খায়র ইজতেমা শেষ হয়েছে। দাওয়াতে খায়র ইজতেমা পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত ইজতেমার সার্বিক পরিচালনা, জুমার খেতাবত ও আখেরি মুনাজাত করেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা এমএ মান্নান। দাওয়াতে খায়রের কেন্দ্রীয় মুয়াল্লিম মাওলানা ইমরান হোসাইন, ইজতিমা কমিটির সচিব মাওলানা সালামত আলী ও মাওলানা আবদুল মালেকের যৌথ সঞ্চালনায় ইজতেমায় বিশেষ অতিথি ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের নেতাদের মধ্যে মোহাম্মদ মহসীন, আনোয়ার হোসেন, মোহাম্মদ সিরাজুল হক,
মুহাম্মদ শামসুদ্দীন, গিয়াস উদ্দিন শাকের, মুফতি সৈয়দ অসিয়র রহমান, ড. মুহাম্মদ লিয়াকত আলী প্রমুখ।
