পাঞ্জেরী ছোটকাকু শিশুসাহিত্য পুরস্কার পেলেন যারা
প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাঞ্জেরী ছোটকাকু শিশুসাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করা হয়েছে। রোববার আনন্দ আলো কার্যালয়ে পুরস্কার প্রদান কমিটির সভায় পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- গল্প ও উপন্যাস শাখায় ‘বাবান ও টুনটুনি পাখি’ গ্রন্থের জন্য ইমদাদুল হক মিলন, ছড়া ও কবিতা শাখায় ‘গুল্টু’ গ্রন্থের জন্য মাহফুজ রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ শাখায় যৌথভাবে- ‘কিশোরীদের দেখা মুক্তিযুদ্ধ’ গ্রন্থের জন্য সুরমা জাহিদ এবং ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প গ্রন্থে’ ইমরান পরশ, অলংকরণে ‘স্মৃতির বাতায়নে চাঁদের হাট’ শীর্ষক গ্রন্থের জন্য আফজাল হোসেন এবং শ্রেষ্ঠ শিশুতোষ প্রকাশনা সংস্থা হিসেবে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে কথা প্রকাশ। শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। সংবাদ বিজ্ঞপ্তি।
