কাইজার ও সাগর পাচ্ছেন চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কার
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চন্দ্রাবতী একাডেমি শিশুসাহিত্য পুরস্কার-২০১৯ পাচ্ছেন খ্যাতিমান শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী ও ফরিদুর রেজা সাগর। আগামী শুক্র ও শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আন্তর্জাতিক শিশুসাহিত্য উৎসবে এ পুরস্কার দেয়া হবে। পুরস্কার তুলে দেবেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সভাপতিত্ব করবেন শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।
চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দু’বছরের শিশুসাহিত্যের সেরা লেখা নিয়ে শিশুসাহিত্যিক ফারুক হোসেন সম্পাদিত সংকলন সেরাদের সেরা লেখার মোড়ক উন্মোচন করা হবে ওই অনুষ্ঠানে। দুই দিনব্যাপী এই উৎসবের বিভিন্ন অধিবেশনে প্রবন্ধপাঠ, আলোচনা, সঙ্গীতানুষ্ঠান এবং ছড়া-কবিতা আবৃত্তির মাধ্যমে শিশুসাহিত্যের একটি সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরা হবে।
