Logo
Logo
×

খবর

সুস্থ থাকুন

ত্বকের দীর্ঘমেয়াদি অসুখ সোরিয়াসিস

Icon

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সোরিয়াসিস ত্বকের রোগ, দেখতে উঁচু, লালচে ফুসকুড়ি, দানাদার এবং চামড়ার ওপর খুশকির মতো মৃত কোষ থাকে। ছোট থেকে বড় অনেকের ত্বকে, মাথায়, পায়ের তলা, হাতের তাল–, হাঁটু, কনুই, পায়ের ভাঁজ এমনকি নখেও হতে পারে। এটি দীর্ঘমেয়াদি রোগ, কম-বেশি সারা জীবন রোগীকে ভুগতে হয়। কখনও কখনও কিছু দিনের জন্য ভালো বা নিয়ন্ত্রণে থাকে, কখনও আবার তা বেড়ে যায়। হাঁটু ভাঁজ করে দীর্ঘক্ষণ বসে থাকলেও ধীরে ধীরে সোরিয়াসিস হতে পারে।

কারণ- আগে এর কারণ জানা ছিল না। বর্তমানে জানা গেছে। যেমন- বংশগত, অটোইজিউনিটি স্বয়ংক্রিয়ভাবে আমাদের দেহের কোষের বিরুদ্ধে কিছু প্রতিক্রিয়া হয়। দুশ্চিন্তা বা মানসিক চাপ, শারীরিক চাপ, কিছু ওষুধ যেমন উচ্চরক্তচাপে ওষুধ বিটা ব্লকার থেকে সোরিয়াসিস হতে পারে। সাধারণত নির্দিষ্ট জায়গায় সোরিয়াসিস হয়। কখনও সারা শরীরে বিস্তার লাভ করে।

চিকিৎসা- ওষুধের প্রটোকল বা নিয়মমাফিক লাগানোর ওষুধ ও মলম দেয়া শুরু করে ধীরে ধীরে খাওয়ার ওষুধের দিকে যাওয়া হয়। আলট্রাভায়োলেট রশ্মি ‘এ’ ও ‘বি’ মেশিনের মাধ্যমে রোগীকে দেয়া হয় সোরিয়াসিসের চিকিৎসা। ৯০ ভাগ ক্ষেত্রে এ রোগে মৃত্যুর ঝুঁকি থাকে না। কিছু ক্ষেত্রে এতে মৃত্যুর ঝুঁকি থাকে। সারা শরীরে ও মাথায় হলে খাওয়ার ওষুধ দেয়া হয়।

জটিলতা- সাধারণত অস্থিসন্ধি বা জয়েন্টে জটিলতা হয়। একে সোরিয়াসিস আর্থোপ্যাথি বলে। ফলে চলাফেরায় কষ্ট হয়, লিম্ফোমা নামের ক্যান্সার সোরিয়াসিস রোগীদের বেশি হয়। অন্ত্রের অসুখ ক্রমশ ডিজিজও এ রোগীদের বেশি হয়। এ রোগ প্রতিকারের উপায় নেই, তবে হয়ে গেলে নিয়ন্ত্রণে রাখা যায়।

ডা. দিদারুল আহসান

ত্বক ও যৌনব্যাধি বিশেষজ্ঞ

আল-রাজী হাসপাতাল, ফার্মগেট, ঢাকা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম