Logo
Logo
×

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে ভয়াবহ আগুন, আহত ৩৩

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০২:৩৮ পিএম

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে ভয়াবহ আগুন, আহত ৩৩

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা ‘পেট্রোনাস’-এর একটি গ্যাস পাইপলাইনে আগুনের ঘটনা ঘটেছে। এতে ৩৩ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মঙ্গলবার সে দেশের কুয়ালালামপুরের সেলাঙ্গর ফায়ার বিভাগের কর্মকর্তারা এক বিবৃতিতে একথা জানিয়েছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর বাসসের।

তিনি বলেছেন, আগুন নেভানোর চেষ্টা চলছে। আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সেলাঙ্গর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজওয়ান হালিমি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে জানিয়েছেন, কাম্পুং কুয়ালা সুঙ্গাই বারুতে ঘরবাড়িতে লোকজন আটকা পড়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে। বার্নামার উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।

এদিকে ‘পেট্রোনাস’ এক বিবৃতিতে জানিয়েছে, পাইপলাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে। সেলাঙ্গর ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আগুনের ফলে বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদমাধ্যমের প্রকাশিত ছবি এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে দেখা গেছে, দিগন্তে বিশাল আগুন এবং বিশাল কমলা রঙের শিখা জ্বলছে এবং ধোঁয়া বের হচ্ছে।

ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, পুচং শহরে প্রায় ৫০০ মিটার লম্বা একটি পাইপলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পেট্রোনাস জ্বলন্ত পাইপলাইনের ভালভ বন্ধ করে দিয়েছে।

মালয়েশিয়া আগুন দুর্যোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম