Logo
Logo
×

আন্তর্জাতিক

আবারও প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মাহাথির মোহাম্মদ

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ২০ মে ২০২৫, ১০:৪১ পিএম

আবারও প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মাহাথির মোহাম্মদ

আধুনিক মালয়েশিয়ার রূপকার ড. মাহাথির মোহাম্মদ আবারও প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি পুত্রজায়ায় পারদানা লিডারশিপ ফাউন্ডেশনে (পিএলএফ) আয়োজিত একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি তার ইচ্ছা প্রকাশ করেন।

অনুষ্ঠানে তার জীবন ও নেতৃত্ব নিয়ে লেখা ‘এ কনভার্সেশন উইথ তুন ড. মাহাথির বিন মোহাম্মদ: এ লিগেসি অব লিডারশিপ অ্যান্ড ভিশন’ শীর্ষক বইটি উন্মোচিত হয়।

দেশটির দি রাকায়েত পোস্ট ও মালয়েশিয়া কিনি জানিয়েছে, অনুষ্ঠানে ‘২১শ শতাব্দীতে অর্থনৈতিক উন্নয়নের চ্যালেঞ্জ’ শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে মাহাথির বলেন, যদি তিনি আবার প্রধানমন্ত্রী হন, তবে প্রথম কাজ হিসেবে তিনি জাতি, ধর্ম ও রাজতন্ত্র সম্পর্কিত আলোচনা নিষিদ্ধ করার জন্য আরোপিত শাস্তি বাতিল করবেন।

তিনি বলেন, মানুষ কী ভাবছে, তা জানার অধিকার একজন নেতার থাকা উচিত। তাদের মুখ বন্ধ করে দিলে নেতৃত্ব সফল হয় না।

মালয়েশিয়া কিনি মাহাথির মোহাম্মদের উদৃতি দিয়ে আরও জানিয়েছে, আমাদের দরকার বাক-স্বাধীনতা। ব্যবসা করার স্বাধীনতা। দরকার সরকার ও বেসরকারি খাতের মধ্যে দৃঢ় সহযোগিতা। কারখানাগুলোকে উন্নত করতে হবে। সবকিছু আরও সহজ করে তুলতে হবে।

তবে মাহাথিরের এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, মাহাথির নিজেই অতীতে মালয় আধিপত্য এবং বিভেদমূলক বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তিনি আর কতবার দেশ চালাতে চান?

২০২০ সালে মাহাথির হঠাৎ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন, ফলে দেশটিতে কিছু সময়ের জন্য সরকারহীন হয়ে পড়ে এবং পরে নতুন করে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও মাহাথিরের অনেক আজীবন অনুসারী এখনো রয়েছেন, তবে মালয়েশিয়ার একটি বড় জনগোষ্ঠী মনে করছে, এই রাজনীতিবিদের উচিত এখন চূড়ান্তভাবে অবসর গ্রহণ করা।

মালয়েশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম