Logo
Logo
×

আন্তর্জাতিক

ম্যানচেস্টার ও আসিয়ান দলকে আনোয়ার ইব্রাহিমের শুভকামনা

Icon

আহমদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১০:৫৫ পিএম

ম্যানচেস্টার ও আসিয়ান দলকে আনোয়ার ইব্রাহিমের শুভকামনা

আসিয়ান অল-স্টার্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়কের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ছবি-সংগৃহীত

আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আসিয়ান অল-স্টার্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে প্রীতি ম্যাচ। প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম আগামীকাল বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড বনাম আসিয়ান অল-স্টার্সের প্রীতি ম্যাচ ঘিরে দুই দলকেই জানিয়েছেন প্রাণঢালা শুভকামনা।

মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, আমি দুই দলকেই আগামীকাল বুকিত জলিলে হতে যাওয়া ম্যাচের জন্য প্রাণবন্ত লড়াইয়ের শুভেচ্ছা জানাই। আর আমি এখনো ভাবছি, আগামীকাল রাতে কাকে সমর্থন করব।

জানা গেছে, প্রধানমন্ত্রী ম্যানচেস্টার ইউনাইটেডের সিইও ওমর বেররাদা ও নতুন ম্যানেজার রুবেন আমোরিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই বৈঠকে ছিলেন আসিয়ান অল-স্টার্স দলের খেলোয়াড় ও কর্মকর্তারাও, যাদের নেতৃত্ব দিচ্ছেন প্রধান কোচ কিম স্যাং সিক।

আনোয়ার ইউনাইটেডের একজন পুরোনো ভক্ত হিসেবেই পরিচিত। তাই তার এই বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে শুভকামনা জানানো ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে উৎসাহ।

উল্লেখযোগ্য যে, ম্যানচেস্টার ইউনাইটেড সর্বশেষ মালয়েশিয়ায় এসেছিল ২০০৯ সালে, প্রি-সিজন সফরে। সেবার তারা মালয়েশিয়া একাদশের বিপক্ষে দুই ম্যাচে জয়ী হয়েছিল—একটা ৩-২ গোলে, আরেকটা ২-০তে। সেই দুই ম্যাচই হয়েছিল বুকিত জলিলেই।

এবারের ম্যাচকে ঘিরে তাই উত্তেজনা তুঙ্গে, আর প্রধানমন্ত্রী আনোয়ারের শুভেচ্ছা যেন সেই উত্তেজনায় যুক্ত করেছে এক নতুন মাত্রা।

ম্যানচেস্টার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম