Logo
Logo
×

গণমাধ্যম

যুগান্তর মাল্টিমিডিয়ার সেরাকর্মী হলেন সহিদুল ইসলাম ও পবিত্র তালুকদার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম

যুগান্তর মাল্টিমিডিয়ার সেরাকর্মী হলেন সহিদুল ইসলাম ও পবিত্র তালুকদার

বিজয়ীদের পুরস্কার তুলে দিচ্ছেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, নির্বাহী সম্পাদক এনাম আবেদীন ও মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন। ছবি: যুগান্তর

যুগান্তর মাল্টিমিডিয়ায় সারা দেশের প্রতিনিধিদের মধ্যে সেরাকর্মী নির্বাচিত হয়েছেন দুই উপজেলা প্রতিনিধি। পটুয়াখালীর বাউফল উপজেলা প্রতিনিধি একেএম সহিদুল ইসলামকে অক্টোবর মাসের ও চাটমোহর উপজেলা প্রতিনিধি পবিত্র তালুকদারকে নভেম্বর মাসের সেরা কর্মী হিসেবে ঘোষণা করা হয়।

রোববার (৭ ডিসেম্বর) তাদের হাতে পুরস্কার তুলে দেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার। যুগান্তরের প্রধান কার্যালয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

যুগান্তর মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- যুগান্তরের নির্বাহী সম্পাদক এনাম আবেদীনসহ যুগান্তর মাল্টিমিডিয়ার অন্য সদস্যরা।

সেরাকর্মীর পুরস্কার হাতে পেয়ে বাউফল উপজেলা প্রতিনিধি একেএম সহিদুল ইসলাম বলেন, একজন উপজেলা প্রতিনিধি হয়ে এমন সম্মাননা আমার জন্য গৌরবের। আগামীতেও যুগান্তরের দর্শকদের জন্য আরও ভালো ভালো প্রতিবেদন করতে চাই।

এছাড়া পাবনার চাটমোহর উপজেলা প্রতিনিধি পবিত্র তালুকদার বলেন, এই সম্মাননা আমার কাজের গতিকে আরও বাড়িয়ে দেবে।

এ সময় মাল্টিমিডিয়ার মধ্যে যুগান্তর শীর্ষে থাকায় যুগান্তর মাল্টিমিডিয়া টিমকে অভিনন্দন জানান সম্পাদক আবদুল হাই শিকদার। তিনি বলেন, সবসময় সত্যের সঙ্গে থাকতে হবে, যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় কোনো সংবাদের মাধ্যমে।

যুগান্তরের নির্বাহী সম্পাদক এনাম আবেদীন বলেন, বর্তমান যুগ মাল্টিমিডিয়ার। এই ক্ষেত্রটাতে যুগান্তর সবার থেকে এগিয়ে। আগামীতেও এই চ্যালেঞ্জ ধরে রেখে কর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম