যুগান্তরে সাংবাদিক নিয়োগের নামে প্রতারণা করে আসছিল তারা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৫, ০৩:৫৮ পিএম
যুগান্তর পত্রিকায় চাকরি দেবে বলে প্রতারণা করত এই দুজন— সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দৈনিক যুগান্তর পত্রিকায় সাংবাদিক নিয়োগ দেওয়া হবে—এমন ভুয়া বিজ্ঞপ্তি ফেসবুক পেজে প্রচার করে প্রতারণা করে আসছিল একটি অসাধু চক্র। বিষয়টি নজরে আসে যুগান্তর কর্তৃপক্ষের। পরিপ্রেক্ষিতে আইনের আশ্রয় নেয় যুগান্তর। এ ঘটনায় দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা
পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির এএসআই মোহাম্মদ আলী। তারা এখন জেল-হাজতে
আছেন।
গ্রেফতার দুই প্রতারকের বাড়ি নেত্রকোণায়।
তাদের একজন জেলার মোহনগঞ্জ থানার ভল্লবপুর গ্রামের বাসিন্দা রানা সরকার (৩০)। তার বাবার
নাম সুনীল সরকার। অন্যজন নীলয় চন্দ্র দের (২২) বাড়ি কেন্দুয়া থানার আশুজিয়াতে। তার
বাবার নাম রিপন চন্দ্র দে।
তাদের বিরুদ্ধে যুগান্তরের মানবসম্পদ
ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. মোরশেদ আলম বাদী হয়ে ভাটারা থানায় মামলা করেছেন।
ভাটারা থানার এএসআই মোহাম্মদ আলী বলেছেন,
‘প্রাথমিক অনুসন্ধানে জানা
গেছে, এই দুই প্রতারক প্রায় দুই থেকে তিন লাখ টাকা মানুষের থেকে হাতিয়ে নিয়েছে। কয়েক
হাজার লোকের কাছে এরা পৌঁছেছিল। অনেকে টাকা দিয়েছে, কেউ কেউ দেয়নি। ৫০০, ১০০০ বা ১৫০০
যার থেকে যেমন পেরেছে টাকা নিয়েছে। তারা ৩ থেকে ৪ মাস ধরে এই প্রতারণা চালিয়ে আসছিল।’
ওই দুই প্রতারকের নামে আগে কোনো মামলা
ছিল না, তবে তাদের থেকে জব্দ করা ফোনে ভুয়া সেই ফেসবুক পেজটির প্রমাণ পাওয়া গেছে বলে
নিশ্চিত করেছে ডিবি পুলিশ।
এএসআই মোহাম্মদ আলী বলেন, ‘যুগান্তরের আইডি তাদের ফেসবুক
থেকে পাওয়া গেছে। তারা এর আগেও এমন করত কিনা তা এখনও জানা যায়নি।’
গত কয়েকমাস ধরে ফেসবুকে একটি বিজ্ঞপ্তি
ঘুরতে দেখা যায়। ‘যুগান্তর
পত্রিকায় অফিশিয়াল নিয়োগ’ ও ‘যুগান্তর কনসার্ন ডিপার্টমেন্ট’ নামে দুটি ফেসবুক পেজ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়,
বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, উপজেলা প্রতিনিধি ও ভ্রাম্যমাণ প্রতিনিধি
পদে নিয়োগ দেওয়া হবে। ভুয়া বিজ্ঞপ্তিটি পরে যুগান্তর কর্তৃপক্ষের নজরে আসে।
এ ধরনের বিজ্ঞপ্তির ফাঁদে পা না দেওয়ার
জন্য সবার প্রতি অনুরোধ করছে দৈনিক যুগান্তর কর্তৃপক্ষ।
