নজরুল আমাদের জন্য সব সময় প্রাসঙ্গিক: আব্দুল হাই শিকদার
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৯:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
‘কুমিল্লা হচ্ছে নজরুলের শহর। একপাশে নার্গিস অপরপাশে প্রমীলা আর মাঝখানে নজরুলের সৃষ্টিশীলতার ভেতর দিয়ে বয়ে গেছে গোমতী নদী। বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতা এবং কাজী নজরুল এসবই একসূত্রে গাঁথা। দীর্ঘ বছর পরও নজরুল আজ আমাদের জন্য প্রাসঙ্গিক। তিনি সব সময়ের জন্য প্রাসঙ্গিক।’
রোববার বিকালে নগরীর শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে নজরুল পদকপ্রাপ্ত দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার এসব কথা বলেন।
অনুষ্ঠানের এবারের প্রতিপাদ্য ২৪-এর গণঅভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার। শুরুতে চেতনায় নজরুলে পুষ্পস্তবক অর্পণ করেন সংস্কৃতি উপদেষ্টা এবং যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার।
আব্দুল হাই শিকদার বলেন, কুমিল্লাকে নজরুলময় শহর বলা হয়। এখানে কবির প্রেমপ্রীতি ভালোবাসা জড়িয়ে আছে। এ শহরেই তিনি ব্রিটিশবিরোধী আন্দোলন গড়ে তোলেন। এ কুমিল্লাতেই তিনি সাম্যের কবি, দ্রোহের কবি, প্রেমের কবি হয়ে ওঠেন। নার্গিস প্রমীলার স্মৃতিমাখা মাটিতে আজকের এ পুরস্কারের গুরুত্ব আমার কাছে অনেক বেশি। তিনি বলেন, কুমিল্লাবাসীকে অসংখ্য ধন্যবাদ তারা নজরুলের প্রতিটি স্মৃতিকে আগলে রেখেছেন।
এ সময় গবেষণায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট নজরুল গবেষক এবং দৈনিক যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, ইসরাত জাহান শাহীন, সঙ্গীতে রুমী আজনবী, আবৃত্তির জন্য নাসিম আহমেদকে নজরুল পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ সলিমুল্লাহ খান। সভাপতির বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন- নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী, পুলিশ সুপার নাজির আহমেদ খান প্রমুখ।
পরে বিশিষ্ট শিল্পী ফেরদৌস আরাসহ শিল্পীরা নজরুল সঙ্গীত পরিবেশন করেন।
