Logo
Logo
×

জাতীয়

যুগান্তরের ফটোকার্ড এডিট করে ভুয়া তথ্য প্রচার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৭:১২ পিএম

যুগান্তরের ফটোকার্ড এডিট করে ভুয়া তথ্য প্রচার

দৈনিক যুগান্তরের ফটোকার্ড এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। 

ফেসবুকের একাধিক ফেইক পেজ ও গ্রুপে একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে- ‘শেখ হাসিনার পক্ষে লড়ছেন বিএনপির আইনজীবী! পোস্টটিতে আরও বলা হয়- ১ মে দৈনিক যুগান্তর এসব তথ্য দিয়ে একটি নিউজও প্রকাশ করেছে।

ভুয়া পোস্টটি শেয়ার করে আরএ সানজিদা নামের একটি ফেসবুক আইডি থেকে বলা হয়- ‘তারেক জিয়ার নির্দেশে ফ্যাসিবাদী সাইকো শাসক শেখ হাসিনার পক্ষে লড়ছেন বিএনপির আইনজীবীরা। ইন্ডিয়া আওয়ামী লীগ ও বিএনপির এই জোট না ভাঙতে পারলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে’। 

 ভুয়া তথ্য সংবলিত এ ধরনের ফটোকার্ড ইতোমধ্যে যুগান্তরের নজরে এসেছে। ওই কার্ডটি যুগান্তরের নয়। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে যুগান্তরের ফটোকার্ডের মতো দেখতে একটি ফটোকার্ড তৈরি করা হয়েছে। সেখানে মনগড়া তথ্য উপস্থাপন করে যুগান্তরের নামজুড়ে দেওয়া হয়েছে এবং সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এছাড়া যুগান্তরের শেয়ার করা ফটোকার্ডটির সঙ্গে ভুয়া কার্ডটির ছবির কোনো মিল নাই। যুগান্তরের ফটোকার্ডটির শিরোনাম হলো- ‘অতীতের প্র/তিশো/ধ নয়, এ বিচার ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা’।

যুগান্তরের ফটোকার্ডের বক্তব্যটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের। ১ জুন রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বৈরশাসক শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে এ বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা।

এ বিষয়ে যুগান্তর অনলাইন ইনচার্জ আতাউর রহমান বলেন, উল্লেখিত ফটোকার্ডে প্রকাশ করা অপতথ্যে ভরা কোনো কনটেন্ট দৈনিক যুগান্তর প্রকাশ করেনি। ফটোকার্ডও যুগান্তরের ফেসবুক পেইজ কিংবা কোনো মাধ্যম থেকে প্রকাশ করা হয়নি। এটি সর্বৈব মিথ্যা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্য নিয়ে একটি নিউজের ফটোকার্ড প্রকাশ করা হয় যুগান্তরের ফেসবুক পেইজে। সেটিকে বিকৃত করে একটি অসাধু চক্র উল্লেখিত পোস্ট কার্ডটি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছে। দুটি পোস্টকার্ড পাশাপাশি রাখলে এটি বোঝা কঠিন নয় যে, এডিট ও ঘষামাজা করে পরের পোস্টকার্ডটি তৈরি করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ফেইক ফটোকার্ডটিতে যে লোগো ব্যবহার করা হয়েছে সেটি যুগান্তরের নয়। ডানদিকের অংশটুকু অন্য একটি ছবি থেকে এনে জুড়ে দেওয়া হয়েছে। তারিখের উপরে আরিফুজ্জামান চৌধুরী নামে একজনের নাম ডিজাইন করে বসানো হয়েছে; যেটি যুগান্তর তো নয়ই, কোনো পেশাদার প্রতিষ্ঠান কখনই কোনো ছবিতে ব্যবহার করে না। ভুল ও অপতথ্য ছড়ানোর ঘৃণ্য এই অপচেষ্টা নিঃসন্দেহে বড় ধরনের অপরাধ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম