Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

এক মাসে ছয় আরব দেশে ইসরাইলের বোমা হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম

এক মাসে ছয় আরব দেশে ইসরাইলের বোমা হামলা

মধ্যপ্রাচ্যে ইসরাইলের সামরিক অভিযান ক্রমেই বিস্তৃত আকার ধারণ করছে। এরই অংশ হিসেবে গত এক মাসে অন্তত ছয়টি আরব দেশে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

প্রতিদিনই ফিলিস্তিনের গাজায় তীব্র বোমাবর্ষণ চালানো হচ্ছে। পাশাপাশি লেবানন, সিরিয়া ও ইয়েমেনেও নিয়মিতভাবে বিমান ও ড্রোন হামলা করছে ইসরাইল।

সোমবার তিউনিশিয়ায় গাজাগামী একটি মানবিক সহায়তার জাহাজেও সন্দেহভাজন ইসরাইলি ড্রোন হামলা চালায়। এছাড়া সর্বশেষ দোহাকে লক্ষ্য করে সামরিক হামলার ঘটনাও ইসরাইলের ক্রমবর্ধমান আঞ্চলিক সামরিক অভিযানের ইঙ্গিত দিচ্ছে।

মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। হামাস নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। 

মঙ্গলবার কাতারের স্থানীয় সময় বিকালে দোহায় বিকট শব্দে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এ সময় দোহার আকাশে কালো ধোঁয়া দেখা যায়।

বিস্ফোরণের কিছুক্ষণ পর আইডিএফ এক বিবৃতিতে জানায়, শিন বেত নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথ অভিযানে তারা হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।

যদিও হামাসের কোন নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তা জানায়নি আইডিএফ। তবে বহু বছর ধরে হামাসের শীর্ষ নেতারা গাজা উপত্যকার বাইরে রাজনৈতিক সদর দপ্তর হিসেবে দোহাকে ব্যবহার করে আসছেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এক জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, দোহায় তাদের আলোচক দলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেছেন, এই হামলা আন্তর্জাতিক সব আইন ও বিধির চরম লঙ্ঘন এবং কাতারের নাগরিক ও অধিবাসীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি।

বিবৃতিতে আরও বলা হয়, কাতার এই হামলার কঠোর নিন্দা জানাচ্ছে এবং স্পষ্টভাবে জানাচ্ছে যে, এই বেপরোয়া ইসরাইলি আচরণ, আঞ্চলিক নিরাপত্তায় হস্তক্ষেপ এবং কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করে যেকোনো পদক্ষেপকে বরদাশত করা হবে না। সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম