Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

কাতারে জরুরি সম্মেলনে প্রত্যাশা পূরণ হবে না: বিশ্লেষক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পিএম

কাতারে জরুরি সম্মেলনে প্রত্যাশা পূরণ হবে না: বিশ্লেষক

কাতারের দোহায় অনুষ্ঠিত জরুরি সম্মেলন থেকে ইসরাইলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়ে জনসাধারণের প্রত্যাশা হয়তো পূরণ হবে না বলে মন্তব্য করেছেন দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি।

তিনি বলেন, সম্ভাব্য পদক্ষেপগুলোর মধ্যে থাকতে পারে সামরিক জোট গঠন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ইসরাইলি বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া কিংবা আব্রাহাম অ্যাকর্ড থেকে প্রত্যাহার। তবে সম্মেলনের আগে যে ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে, তা ‘সম্ভবত কিছুটা বেশি’ হয়ে গেছে।

এলমাসরি বলেন, সম্মেলনে প্রত্যাশার তুলনায় তেমন ফল আসবে না, কারণ এখানে অনেক দেশ রয়েছে। তাদের স্বার্থ ভিন্ন ভিন্ন, আর সবাই এ ধরনের পদক্ষেপে একমত নয়।

তিনি আরও বলেন, আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত যে ভুল ছিল, তা এখন পরিষ্কার হওয়া উচিত। কিন্তু তবুও দেশগুলো ওই চুক্তি থেকে বেরিয়ে আসবে বলে তিনি খুব একটা আশা করছেন না। আমি মনে করি, এটা অসম্ভব। কারণ সংযুক্ত আরব আমিরাত, মরক্কোর মতো দেশগুলো ইসরাইলের সঙ্গে তাদের সম্পর্ককে মূল্যবান মনে করে। 

সূত্র: আল-জাজিরা

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম