Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি অসম্ভব: মিশর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:০২ পিএম

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি অসম্ভব: মিশর

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ছবি: সিএনএন

মধ্যপ্রাচ্যে স্থায়ী ও বাস্তব শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, যদি না একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা হয়— এমন মন্তব্য করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি, বন্দি ও আটক ফিলিস্তিনি বিনিময়, গাজা পুনর্গঠন এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া শুরু করাই হচ্ছে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার সঠিক পথ।

বর্তমানে মিশরই ইসরাইল ও হামাসের মধ্যে আলোচনার আয়োজক হিসেবে কাজ করছে। এই বৈঠকে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরাও অংশ নিচ্ছেন।

এদিকে শান্তি আলোচনার মধ্যেও গাজায় ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। সোমবার ভোর থেকে এই প্রতিবেদন করা পর্যন্ত নতুন করে অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ত্রাণ সংগ্রহে আসা কয়েকজনও রয়েছেন।

যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় গাজায় কমপক্ষে ৬৭ হাজার ১৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৯ হাজার ৬৭৯ জন আহত হয়েছেন। আরও বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম