Logo
Logo
×

আন্তর্জাতিক

বেন-গুরিয়নে ড্রোন হামলা, গাজায় আগ্রাসনের ‘প্রতিশোধ’ ইয়েমেনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৩:১০ পিএম

বেন-গুরিয়নে ড্রোন হামলা, গাজায় আগ্রাসনের ‘প্রতিশোধ’ ইয়েমেনের

ছবি: গ্লোবাল টাইমস

ইসরাইল অধিকৃত তেলআবিবে বেন-গুরিয়ন বিমানবন্দরে সফল ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী । এ হামলাকে তারা গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ইসরাইলের দখলকৃত জাফা নগরীর বেন-গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে দুটি ‘ইয়াাফা’ ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে।যা নির্ধারিত লক্ষ্যবস্তুতে ‘সফলভাবে আঘাত হেনেছে’।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর চালানো গণহত্যার অপরাধের জবাবেই এ হামলা চালানো হয়েছে।

অবরোধ ও আগ্রাসন বন্ধ না হলে হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়ে ইয়েমেনি বাহিনী বলেছে, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান চলতেই থাকবে।

দখলদার ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার প্রতিরোধ বাহিনী ‘আল-আকসা স্টর্ম’ নামক আকস্মিক হামলার মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।

এর পর থেকে ইসরাইল গাজায় ধ্বংসাত্মক বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আসছে। টানা ২০ মাসের অব্যাহত আগ্রাসনে এ পর্যন্ত ৫৪,৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এমন প্রেক্ষাপটে আনসারুল্লাহ (হুথি) নেতৃত্বাধীন ইয়েমেনি সরকার খোলাখুলিভাবেই ফিলিস্তিনি জনগণের পক্ষে সমর্থন ঘোষণা করে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরাইলি অবস্থানের বিরুদ্ধে সামরিক চাপ বাড়ায় এবং হামলা চালাতে থাকে।

এদিকে ইসরাইলি বা মার্কিন সূত্র এখনো এ হামলার সত্যতা স্বীকার বা প্রত্যাখ্যান করেনি। তবে এটি সত্য হলে, বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা একটি বড় প্রতীকী ও কৌশলগত চ্যালেঞ্জ বলে বিবেচিত হবে।

অন্যদিকে ইয়েমেনের এ ধরণের হামলা মধ্যপ্রাচ্যে ইসরাইল-বিরোধী জোটের সামরিক সক্ষমতারও ইঙ্গিত বহন করে। সূত্র: মেহের নিউজ

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম