Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

গ্রেটা থুনবার্গের জাহাজ ‘ম্যাডলিন’ আটকের কারণ কী, যা বলছে ইসরাইল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৫:২৬ পিএম

গ্রেটা থুনবার্গের জাহাজ ‘ম্যাডলিন’ আটকের কারণ কী, যা বলছে ইসরাইল

বিশ্বখ্যাত সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। ছবি: ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার

ইসরাইলি বাহিনী আজ সোমবার সকালে গাজামুখী মানবিক সহায়তা জাহাজ ‘ম্যাডলিন’-এর নিয়ন্ত্রণ নেয় এবং এতে থাকা ১২ জন মানবাধিকারকর্মীকে আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছেন বিশ্বখ্যাত সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ, ব্রাজিলিয়ান কর্মী থিয়াগো অ্যাভিলা এবং ফরাসি-ফিলিস্তিনি ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান। খবর আল-জাজিরা, টাইমস অব ইসরাইল। 

ইসরাইল দাবি করেছে, গাজা উপকূলের দিকে যাত্রার আগে একাধিকবার সতর্ক করা হলেও এই কর্মীরা নিষেধাজ্ঞা অমান্য করেছেন। গাজা উপকূল বর্তমানে কঠোর সামুদ্রিক অবরোধের অধীনে রয়েছে।

এই মিশনটি ছিল ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামে একটি প্রো-প্যালেস্টাইন, ইসরাইলবিরোধী সংগঠনের উদ্যোগে। তাদের লক্ষ্য ছিল গাজার উপর চাপিয়ে দেওয়া অবরোধকে চ্যালেঞ্জ জানানো এবং দীর্ঘ ২০ মাসব্যাপী যুদ্ধের ফলে সৃষ্ট মানবিক সংকটের বিষয়ে বিশ্ববাসীকে সচেতন করা।

সিসিলির কাতানিয়া বন্দর থেকে ১ জুন গাজার উদ্দেশে যাত্রা শুরু করে ‘ম্যাডলিন’ নামের একটি জাহাজ। এতে ওষুধ, ময়দা ও শিশুখাদ্যের মতো মানবিক সহায়তা সামগ্রী বহন করা হচ্ছিল।

সোমবার সকালে জাহাজটি গাজার উপকূল থেকে প্রায় ১৮৫ কিলোমিটার দূরে পৌঁছালে ইসরাইলি নৌবাহিনী সেটিকে আটক করে এবং যাত্রীদের মোবাইল ফোন সাগরে ফেলে দিতে বাধ্য করে। বর্তমানে জাহাজটিকে ইসরাইলের আশদোদ বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে পৌঁছানোর পর এই মানবাধিকারকর্মীদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং পরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে।

এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার ও নৌ-আইনের পরিপন্থী।

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম