Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

ইসরাইলের গোপন পারমাণবিক তথ্য ফাঁস করবে ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৬:৪৩ পিএম

ইসরাইলের গোপন পারমাণবিক তথ্য ফাঁস করবে ইরান

ইসরাইলের পারমাণবিক প্রকল্পের গোপন তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব। রোববার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনের তথ্যমতে, রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল খতিব বলেন, ইসরাইলের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত যাবতীয় নথি আমাদের হাতে আছে। এছাড়া এমন অনেক নথি আছে যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ অন্যান্য দেশের সংশ্লিষ্টতা আছে। তবে এসব তথ্য যেভাবে সংগ্রহ করা হয়েছে তা গোপন থাকলেও, পারমাণবিক প্রকল্পের তথ্য অতি দ্রুত প্রকাশ করা হবে বলে জানান তিনি।

তেহরানের হাতে আসা নথিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ধনভাণ্ডার উল্লেখ করে তিনি বলেন, এগুলো ইরানের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। তবে তাৎক্ষণিকভাবে এসব তথ্যের কোনও প্রমাণ দেননি তিনি।

উল্লেখ্য, ইসরাইলি সরকার কখনোই তাদের পারমাণবিক অস্ত্রাগার সম্পর্কে বিস্তারিত কিছুই প্রকাশ করেনি। যদিও তাদের কাছে যথেষ্ট পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে বলে বিভিন্ন সময় গণমাধ্যমে দাবি করেছে দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত ফাঁস হওয়া নথির বিষয়ে সংশ্লিষ্ট কেউ কোনও মন্তব্য করেনি।

এর আগে, গাজা যুদ্ধের সময় তেহরানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে কিছু ইসরাইলি ব্যক্তিদের গ্রেফতার করেছিল নেতানিয়াহু প্রশাসন। যদিও গত বছর ইসরাইলি পারমাণবিক গবেষণাকেন্দ্রে হ্যাকিংয়ের সঙ্গে এর কোনো যোগসূত্র ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম