Logo
Logo
×

আন্তর্জাতিক

হামাসের সঙ্গে লড়াইয়ে গাজায় ইসরাইলি সেনা নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১০:৪১ এএম

হামাসের সঙ্গে লড়াইয়ে গাজায় ইসরাইলি সেনা নিহত

নিহত আইডিএফ সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) নোয়াম শেমেশ। ছবি: ইসরাইল প্রতিরক্ষা বাহিনী

ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় তাদের এক সেনা নিহত হয়েছেন। নিহতের নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) নোয়াম শেমেশ (২১)। তিনি কফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নের একটি স্কোয়াডের কমান্ডার ছিলেন। জেরুজালেমের বাসিন্দা শেমেশ খান ইউনিসে রকেট চালিত গ্রেনেড (আরপিজি) হামলায় প্রাণ হারান বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

অন্যদিকে, শনিবার রাতে ইরান ইসরাইলে একযোগে ডজনখানেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর একটি ইসরাইলের হাইফার পূর্বে অবস্থিত আরব শহর তামরায় আঘাত হানে। এতে একটি দুইতলা বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ৪ নারী নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন।

নিহত নারীরা হলেন—মানার খাতিব ও তার দুই মেয়ে হালা (২০) ও শাদা (১৩), এবং তাদের এক আত্মীয় মনাল খাতিব।

শনিবার দিনভর অপেক্ষাকৃত শান্ত থাকার পর রাতে এই হামলা ইরানের প্রথম পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। রাত ১১টার কিছু পরে হোম ফ্রন্ট কমান্ড দেশজুড়ে মোবাইল সতর্কবার্তা পাঠায়, যদিও সাইরেন কেবল উত্তরের এলাকা ও হাইফায় বাজানো হয়। ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় হয়ে উঠে এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। এই হামলার পর পুরো অঞ্চলে আবারও উত্তেজনা বেড়ে গেছে। 

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম