ইসরাইলে আরও ‘বিধ্বংসী’ হামলার হুমকি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০২:০৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলের ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু’র ওপর আরও ‘বিধ্বংসী’ হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটিতে নতুন করে প্রাণঘাতী হামলার পর এই প্রতিশ্রুতি দেয় ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) সরকারি আইআরএনএ সংবাদ সংস্থার বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, ‘ইসরাইলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে কার্যকর, লক্ষ্যবস্তু এবং আরও বিধ্বংসী অভিযান সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ইসরাইলি গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে: ইরানি প্রেসিডেন্ট
শুক্রবার সকালে ইসরাইল ইরানের উপর আকস্মিক আক্রমণ চালায়। যার ফলে ইরানের সামরিক কমান্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিহত হন এবং তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
আগামী দিনগুলোতে এই অভিযান আরও তীব্রতর হবে বলেও জানায় ইসরাইল। এরপর ইসরাইলে পালটা জবাব হিসেবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
ইসরাইলে ইরানের সর্বশেষ হামলায় কমপক্ষে চারজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।
