Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

ইসরাইলি হামলার মধ্যেও চলছে ইরানের পরমাণু কর্মসূচি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৭:৪৪ পিএম

ইসরাইলি হামলার মধ্যেও চলছে ইরানের পরমাণু কর্মসূচি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: তাসনিম নিউজ এজেন্সি

ইসরাইলের সামরিক হামলার মধ্যেও ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২২৩১-এর অধীনে বৈধতা পেয়েছে, এবং তা থামানোর ক্ষমতা কোনো সংস্থার নেই।

তিনি ইসরাইলি আগ্রাসনকে ‘ইতিহাসের এক ভয়ঙ্কর নজির’ আখ্যা দিয়ে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইসরাইল। এটি শুধু ইরানের সার্বভৌমত্ব নয়, বরং আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি)-কেও ক্ষতিগ্রস্ত করেছে।

ইরানি মুখপাত্র বলেন, ইউরোপীয় দেশগুলোর উচিত এ হামলার বিরুদ্ধে জোরাল অবস্থান নেওয়া এবং ইসরাইলের এ যুদ্ধাপরাধের নিন্দা জানানো।

তিনি বলেন, ইরানের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র কড়া পর্যবেক্ষণের আওতায় পরিচালিত হচ্ছে। এতে সন্দেহ বা শঙ্কার কোনো অবকাশ নেই। ইরানের পরমাণু কর্মসূচি এখনও জীবিত এবং তা থাকবে। আমাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এটি আন্তর্জাতিক স্বীকৃত একটি অধিকার।

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম