Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

ইসরাইলের বিভিন্ন শহরে ইরানের হামলা শুরু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১১:০৩ পিএম

ইসরাইলের বিভিন্ন শহরে ইরানের হামলা শুরু

ইসরাইলে ইরানের আগের হামলার একটি চিত্র। ছবি: আল-জাজিরা

ইসরাইলের বিভিন্ন শহরে ফের হামলা শুরু করেছে ইরান। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হাইফাসহ দেশটির বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে উঠেছে। 

আল-জাজিরা বলছে, ইসরাইলের সামরিক বাহিনী ইরানের হামলা বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হামলা করা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরোধ করা হচ্ছে। 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরাইলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। 

এর আগে ইসরাইলের তেল আবির শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে।

এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘর্ষে ইসরাইল বিজয় অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছেন দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা বিজয়ের দ্বারপ্রান্তে আছি। সোমবার ইসরাইলি বিমানঘাঁটি পরিদর্শনকালে ইসরাইলি প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে তেহরানের আকাশপথের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার দাবি করেন ইসরাইলের সামরিক বাহিনী কর্মকর্তারা।

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম